ASANSOL

পশ্চিমবঙ্গের বিধায়ক ও মন্ত্রীদের বেতন এক লাফে বাড়ল ৪ গুন, বিপুল বেতনবৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মমতা সরকারের সিদ্ধান্তে এবার সুখবর রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের। দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রী তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি তাঁর বেতন বাড়াবেন না। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রাক্তন সাংসদ হিসেবে আমি ১ লাখ টাকা পেনশন পাই। এ ছাড়া আমি বিধায়ক হিসেবে বেতন পাই। কিন্তু আমি এটা নিই না। আমার বই বিক্রি করে যে টাকা পাই তা আমার কাছে আসে।”

বেতন বৃদ্ধি করা হয়েছে তিনটি স্তরে। প্রধানত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০,০০০ টাকা। তা বেড়ে ৫০,০০০ টাকা হয়েছে। প্রতিমন্ত্রীরা মাসে ১০,৯০০ টাকা পেতেন। এখন থেকে তিনি পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া রাজ্যে পূর্ণ মন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। এবার থেকে বেতন পাবেন ৫১ হাজার টাকা।

সরকারের বেতন কাঠামো অনুসারে, রাজ্য বিধায়করা এতদিন পর্যন্ত ভাতা এবং কমিটির সভায় যোগদানের জন্য মোট ৮১,০০০ টাকা পেতেন। এখন তারা পাবেন মোট ১ লাখ ২১ হাজার টাকা।বিরোধী দলনেতা ও প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন মোট ১ লাখ ১০ হাজার টাকা পেতেন। এবার তারা প্রায় দেড় লাখ টাকা পাবেন।আগে কত ছিল ও এখন কত হল বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর বর্তমানে মন্ত্রী বিধায়কদের বেতন কত হল
এক নজরে দেখে নিন:

পূর্ণ মন্ত্রীদের মোট বেতন
ভাতা সহ দাঁড়াল
আগে বেতন ছিল ১,১০,০০০
এখন বেতন হল ১,৫০,০০০ (প্রায়)

রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল ১,০৯,৯০০
এখন বেতন হল ১,৪৯,৯০০ (প্রায়)

বিধায়কদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল- ৮১, ০০০
এখন বেতন হল- ১,২১,০০০ (প্রায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *