মর্মান্তিক ঘটনা, বাবার অন্তেষ্টিক্রিয়ার জিনিস কিনতে বেরিয়ে পথ দূর্ঘটনায় মৃত ছেলে
বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, চরণ মুখার্জি, রাজা বন্দোপাধ্যায়, ও দেব ভট্টাচার্য : বাবার অন্তেষ্টিক্রিয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না ছেলের। রাস্তায় এক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো ছেলের। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার বেনালি কোলিয়ারি মোড় সংলগ্ন শ্রীপুর ফাঁড়ির কাছে ১৯ নং জাতীয় সড়কে । এই ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের পরিবারের সদস্যরা এমন ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন। মৃত বাবার নাম বিষ্ণু গোপ (৭৩)। ছেলের নাম রাজেশ গোপ (৩৫)। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে রাজেশের মৃতদেহর ময়নাতদন্ত হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে আসানসোলের জামুড়িয়া থানার বেনালি কোলিয়ারি এলাকার বাসিন্দা প্রাক্তন খনি কর্মী বিষ্ণু গোপ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার ছেলে বছর ৩৫ বছরের রাজেশ গোপ বাবার অন্তেষ্টিক্রিয়ার জন্য জিনিস কিনতে আরো দুজন বন্ধুর সঙ্গে মোটরবাইক করে জামুড়িয়ার চাঁদা মোড়ের কাছে দশকর্মার দোকানে যান। তারা যখন অন্তেষ্টিক্রিয়ার জিনিস কিনে ফিরছিলেন তখন ১৯ নং জাতীয় সড়কে একটা ট্রাকের সঙ্গে ঐ মোটরবাইকের সংঘর্ষ হয়। তাগে রাজেশ গোপ সহ তিনজন ছিটকে পড়ে আহত হয়।
খবর পেয়ে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। তিনজনকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে রাজেশ গোপকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা করা হয়।
খবর পেয়ে রাতের রাজেশের পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ছুটে আসেন।
জানা গেছে, সোমবার বাবা ও ছেলের মৃতদেহর সৎকার করা হয়েছে।