সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে, প্রাক্তন ছাত্রদের সংগঠন “ফিরে দেখা প্রতীতি” ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার আবারো ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল “ফিরে দেখা প্রতীতি” সংস্থা। সোমবার তারা বস্তি এলাকার গরীব, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের চোখের সমস্যার বিষয় লক্ষ্য করে, রানীগঞ্জের সিয়ারসোল মন্ডল পাড়ায় অবস্থিত, সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে, প্রাক্তন ছাত্রদের দ্বারা গঠিত “ফিরে দেখা প্রতীতি” ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, স্কুলের ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা করালেন। যেখানে এদিন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রিতম খা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চোখের দৃষ্টি পরীক্ষা করে, কোন কোন পড়ুয়া চক্ষু জনিত রোগের সমস্যায় ভুগছেন, তা চিহ্নিত করেন।
এদিন এই শিবিরের প্রারম্ভিক পর্বে, স্কুল চত্বরে থাকা কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে, চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন-পর্ব সম্পন্ন করেন, উপলব্ধি, জ্ঞান, প্রত্যয়, বিশ্বাস,কে পাথেয় করে গড়ে ওঠা সংস্থা, “ফিরে দেখা প্রতীতি”র সভাপতি ডাক্তার শুভ্রাংশু সামন্ত। পরে স্কুলের প্রধান শিক্ষক নির্মাল্য সেনগুপ্তকে সম্বর্ধিত করে, বিশিষ্ট চিকিৎসকদেরও সম্বর্ধনা জানানো হয়। পরবর্তীতে পড়ুয়াদের চক্ষু পরীক্ষা করতে গিয়ে হতবাক হয়ে পড়েন বিশিষ্ট চিকিৎসক রিতম খা। তিনি দেখেন, ১৬০ জন পড়ুয়ার চিকিৎসা পর্ব সম্পন্ন হওয়ার পর, প্রায় ১৩ জন পড়ুয়ার, চোখে দৃষ্টিশক্তি জনিত বিভিন্ন সমস্যা রয়েছে,যা অনেকটাই ভাবিয়ে তোলে তাদের। এরপরই তারা সিদ্ধান্ত নেন, এই দৃষ্টিশক্তি জনিত সমস্যা যে সকল পড়ুয়া রয়েছে , সেই সকল পড়ুয়াদের, আগামীতে বিনামূল্যে চিকিৎসার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন।
আয়োজক সংস্থার সদস্যরা এই কর্মসূচিতে হাজির হয়ে তাদের এই উদ্যোগের কারণ বিশ্লেষণ এর সাথেই, আগামী দিনে তাদের অন্যান্য নানান কর্মসূচি যা তারা সংঘটিত করবেন, সে প্রসঙ্গেও নিজের মতামত স্পষ্ট করেন।স্কুলের প্রধান শিক্ষক নির্মাল্য সেনগুপ্ত এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর সাথেই আগামীতে যাতে এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের সার্বিক চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, সেজন্য একটি স্বাস্থ্য মেলা করে, চিকিৎসা প্রদান করার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। সংস্থার আহ্বায়ক মৈনাক মন্ডল বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন বলেই জানান।