জামুড়িয়া এলাকার ১২ টি ওয়ার্ডের উন্নয়ন, কাউন্সিলারদের নিয়ে মেয়রের সঙ্গে বৈঠকে বিধায়ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যেপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং শুক্রবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে আসানসোল পুরনিগমের জামুরিয়া পুর এলাকার ১২টি ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। এছাড়াও এই বৈঠকে জামুড়িয়া শিল্প তালুকের বিভিন্ন কারখানা ও শিল্প সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
পরে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন জামুরিয়ার বিধায়ক আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন জামুরিয়া পুর এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে।




তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলের সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে। আর যা কিছু সমস্যা আছে তাও খুব শীঘ্রই সমাধান করা হবে। এই আলোচনায় জামুড়িয়ার ১২টি ওয়ার্ডের কাউন্সিলারও উপস্থিত ছিলেন। তাদেরকে পুর এলাকার জনগণকে নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশ করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, জামুড়িয়া শিল্প তালুকের কয়েকজন শিল্পপতি ও প্রতিনিধিরা এসেছিলেন। তাদেরকেও দুর্গাপুজোর আগে সংস্থার সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটির তহবিল থেকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে। যাতে সেখানে মানুষদের কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্যও তাদেরকে বলা হয়েছে।
বৈঠক শেষে বিধায়ক হরেরাম সিং বলেন, এদিন আমি মেয়রের সাথে দেখা করতে এসেছিলাম। তিনি এলাকার সমস্ত শিল্প সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন। তাদেরকে সংস্থার সিএসআর তহবিলের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সুবিধার জন্য কি কি করা যায়, তা দেখতে বলেছেন মেয়র। তারা আশ্বাসও দিয়েছেন।