ASANSOL

লায়ন্স ক্লাব আসানসোল গ্রেটার সম্মানিত করল সাংবাদিক সৌরদীপ্ত সেনগুপ্তকে

বেঙ্গল মিরর, আসানসোল: লায়ন্স ক্লাব আসানসোল গ্রেটার তাদের এসবি গড়াই রোড গড়াই ম্যানশনের কাছেই তাদের দপ্তরে সাংবাদিক সৌরদীপ্ত সেনগুপ্তকে সম্মানিত করেছে।
সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবস এবং “ম্যাগাজিন মান্থ” উপলক্ষে। শিক্ষিকা জয়া মুখার্জীকেও সম্মানিত করেন তারা। পাশাপাশি প্রাক্তন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর এস.এন. পাত্রকে সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে প্রত্যেক আমন্ত্রিত অতিথি উত্তরীয় পরিয়ে , ফুলের তোড়া ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।


অনুষ্ঠান চলাকালীন সম্মানিত অতিথিরা প্রত্যেকেই তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত সদস্যের সামনে। সাংবাদিক সৌর দপ্তর সেনগুপ্ত সাম্প্রতিক সংবাদ মাধ্যমের এবং বিশেষত: সাংবাদিকদের ওপর আসা বাধা বিপত্তি উপেক্ষা করেও কিভাবে তারা কাজ করেন তার কিছু বিষয়ের ওপর আলোকপাত করেন। সঙ্গে সঙ্গে শিক্ষক দিবসের তাৎপর্যের বিষয়টির ওপর কথা বলেন। অন্য এক শিক্ষিকা জয়া মুখার্জী তার বক্তব্যের পাশাপাশি বাচিক শিল্পী হিসেবে একটি উপস্থাপনা পরিবেশন করেন।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন সাহানা কাজী, সেক্রেটারি লায়ন রুমা মুখার্জি, ট্রেজারার লায়ন মীরা গড়াই, প্রাক্তন প্রেসিডেন্ট ও স্বনামধন্য ফুটবলার লায়ন বিশ্বজিৎ কুমার দাস, লায়ন অম্বিকা মুখোপাধ্যায়, লায়ন প্রদীপ ঘটক, লায়ন জিতেন্দ্র সিং, লায়ন আবু কাজী, লায়ন ড: জয়শঙ্কর সাহা, লায়ন ব্রিস্টি রায়, লায়ন রীমা ঘটক, লায়ন বিদ্যা মোদি, লায়ন দোলা দত্ত, লায়ন শিল্পি ঘটক, লায়ন বিদ্যা সিং, লায়ন ঊষা কুমার, লায়ন সোমাশ্রী গড়াই, লায়ন মোহনা গড়াই, লায়ন সোমনাথ মোদি, লায়ন প্রদীপ সাহা, লায়ন সুরেশ প্রসাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *