শিল্পের মন্দায়, শিল্পাঞ্চলে ফিকে বিশ্বকর্মার আরাধনা, নতুন তেমন নেই , বন্ধ হয়েছে পুরনো অনেক কিছু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের একদিকে ছিলো এশিয়া খ্যাত হিন্দুস্তান পিলকিনটন গ্লাস ওয়ার্কর্স লিমিটেড। যা আসানসোল কাঁচ কারখানা হিসাবে পরিচিত ছিলো। অন্যদিকে ছিলো আরো একটি এশিয়া খ্যাত সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। যার পরিচয় ছিলো সেনরেল সাইকেল কারখানা নামে। আর একদিকে ছিলো ব্লু ফ্যাক্টরী। এটি আসানসোলের রং কারখানা বলে লোকে চিনতো। রানিগঞ্জের জেকে নগরে ছিলো এ্যালুমিনিয়াম কারখানা। বার্ণপুরে ছিলো বার্ণ স্ট্যান্ডার্ট কারখানা। আসানসোলের অদূরে রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলস্ লিমিটেড বা এইচসিএল। এইসব শিল্পের জন্য ফেলে আসা দিনে আসানসোল শিল্পাঞ্চল দেশ বিদেশের মানচিত্রে ” শিল্পের পীঠস্থান ” পরিচিত ছিলো। আজ এইসব কিছুই অতীত। কোন কারখানা বন্ধ হয়েছে বাম জমানায়। কারোর ঝাঁপ পড়েছে বর্তমান সরকারের আমলে।




দূর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজোর দিনে এইসব কারখানায় একটা আলাদা ছবি দেখতে পাওয়া যেতো। এইসব কারখানার আধিকারিক থেকে কর্মী থেকে তাদের পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দারা এই পুজোর আনন্দে মেতে উঠতেন।
এইসব কারখানার মধ্যে হিন্দুস্তান কেবলস্ ও বার্ণ স্ট্যান্টার্ড কারখানা রাষ্ট্রায়ত্ব ছিলো। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেল মন্ত্রী থাকাকালীন বার্ণ স্ট্যান্ডার্টকে রেলে অধিগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তী কালে তা আর কার্যকর হয়নি। রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলস্ কারখানা নিয়ে মাঝে মধ্যেই নতুন কিছু হবে চর্চা হয়। তারপর আর কিছু হয়নি।
সাইকেল কারখানাকে কেন্দ্র সরকার অধিগ্রহণ করেছিলো। কাঁচ কারখানাকে নিলামে একটি বেসরকারি সংস্থা কিনেছিলো। রানিগঞ্জের জেকে নগরের এ্যালুমিনিয়াম কারখানার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
আসানসোলের ধাদকার ব্লু ফ্যাক্টরি প্রায় ১৩ বছর ধরে বন্ধ রয়েছে। এখন কারখানার ১৪জন নিরাপত্তা রক্ষী মিলে এখনও ছোট করে বিশ্বকর্মা পুজো করে আসছেন বলে তারা নিজেরাই জানালেন। তাদের দাবি গত কয়েক বছর আগে এই কারখানার মধ্যে ব্লু বা নীল তৈরি হতো। সেইসময় জাঁকজমক ভাবে বিশ্বকর্মা পুজো হতো। অনেক দূর দূরান্ত থেকে দল বেঁধে এই কারখানায় বিশ্বকর্মা পুজো দেখতে আসতেন। রাজ্য সরকারের কাছে তাদের আবেদন আবার কারখানাকে পুনরুজ্জীবিত করলে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
ঠিক এই মুহুর্তে আসানসোল শিল্পাঞ্চলের গৌরবকে টেনে নিয়ে চলেছে বার্ণপুরের সেইল আইএসপি বা ইস্কো কারখানা ও চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস।
নতুন শিল্প আসবে বা পুরনো বন্ধ হয়ে যাওয়া কারখানায় আবারও কিছু হবে, এমন সম্ভাবনা নেই।
তাই বলা যেতে পারে, শিল্পের মন্দা বাজারে, আসানসোল শিল্পাঞ্চলে বড়ই ফিকে বিশ্বকর্মা পুজোর আরাধনা।