RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ বাঁশরা মোড়ে দক্ষিণ ভারতীয় খাবার ও মিষ্টির দোকান “পার্ক ক্যাফে” তে গণেশ পূজা ধুমধামের সঙ্গে পালিত হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রানীগঞ্জ বাঁশরা মোড়ে দক্ষিণ ভারতীয় খাবার ও মিষ্টির দোকান “পার্ক ক্যাফে” তে গণেশ পূজা ধুমধামের সঙ্গে পালিত হল। এবার এই গণেশ পূজার দ্বিতীয় বর্ষ। গত বছর এই দিনে এই দোকানের উদ্বোধন করা হয়। বস্তুত: এই গণেশ পূজার দিনে এই দোকানের ১ বছর পূর্ণ হলো। মূলত, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ১৯ নং জাতীয় সড়কের একদম পাশেই আসানসোল পৌরনিগমের ৩৪ নং ওয়ার্ডে অবস্থিত এই ক্যাফে অবস্থিত। ইতিমধ্যেই বেশ কয়েক বছর ধরেই এই “পার্ক ক্যাফে” এর প্রথম কাউন্টার আসানসোল জিটি রোড চেলিডাঙায় সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য আসানসোলবাসীর কাছে যথেষ্ট জনপ্রিয়।

এই বিষয়ে ওই ক্যাফে রেস্টুরেন্টের কর্ণধার কৌস্তুভ নারায়ণ গড়াই বলেন, “এটি তাদের তৃতীয় কাউন্টার। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী পাওয়া যায়। এই বছর গণেশ পূজার দ্বিতীয় বর্ষ। শুরুতে জনপ্রিয়তা কম থাকলেও রানীগঞ্জের বাঁশরা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এই ক্যাফে ইতিমধ্যেই এই এক বছরের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। প্রচুর মানুষ তাদের দোকানে সাউথ ইন্ডিয়ান ধোসা, ইডলি থেকে শুরু করে রকমারি মিষ্টির আস্বাদ নিচ্ছেন। দূরদূরান্ত থেকে জাতীয় সড়ক ব্যবহার করে যাওয়া মানুষ এখানে সাউথ ইন্ডিয়ান খাবারের যথেষ্ট সুনাম করেছেন। তাদের অন্য দুটি কাউন্টার রয়েছে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে এবং অন্যটি আসানসোলের চেলিডাঙ্গায়।

গণেশ পুজোয় মঙ্গলবার রানীগঞ্জ এর পার্ক ক্যাফে তে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে অরুণ ভারতিয়া ছাড়াও মনোজ কেশরী এবং আসানসোল থেকে ভাস্কর নারায়ণ গড়াই, কেদারনাথ গড়াই , রোটারি থেকে সৌম্য চৌধুরী, শমীক পাল ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *