আসানসোল মহকুমাশাসক কার্যালয়, সুইচ বোর্ডে বিদ্যুত বিভ্রাটে আগুন আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দূর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা কার্যালয়ে বিধ্বংসী আগুনের কয়েক ঘন্টার মধ্যে আগুন আতঙ্ক দেখা দিলো আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গোটা কার্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল দমকল বাহিনীর এক ইঞ্জিন নিয়ে সেখানে চলে আসেন দমকলকর্মীরা। তবে আগুন না হওয়ায় তাদের কোন কাজ করতে হয়নি। তারা বেশ কিছুক্ষুন থেকে গোটা বিষয়টি বুঝে মহকুমাশাসক কার্যালয় থেকে ফিরে চলে যান।
জানা গেছে, আসানসোল আদালত চত্বরে আসানসোল মহকুমাশাসক কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোর এদিন দুপুরে আচমকাই ধোঁয়ায় ভরে যায়। দেখা যায় একটি সুইচ বোর্ড থেকে সেই ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন আতঙ্ক তৈরী হয়। ভয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কার্যালয়ের কর্মীরা তৎপরতার সঙ্গে বিদ্যুৎ দপ্তরে বলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। খবর দেওয়া হয় আসানসোল দমকল বাহিনীকে। সেখান থেকে একটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা আসেন। কিন্তু ততক্ষণে বোঝা যায় সুইচ বোর্ডে বিদ্যুৎ বিভ্রাট হয়। তার থেকে শট সার্কিট হয়ে যায়। আগুন লাগার কোন কিছু হয়নি।
মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা বলেন, গ্রাউন্ড ফ্লোরে একটা সুইচ বোর্ডে কিছু সমস্যা হয়েছিল। বড় কিছু নয়। দমকলকর্মীরা এসেছিলেন। সবকিছু ঠিক আছে।