প্রতিবেশীদেরই চুরির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : গৃহস্থের বাড়ির সদস্যদের অনুপস্থিতির দিনক্ষণ নির্ধারণ করে সময় বুঝে সুপরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানোর অভিযোগে এবার চুরি যাওয়া বাড়ির সদস্যদের প্রতিবেশীদেরই চুরির অপরাধে গ্রেপ্তার করে পুলিশ পেল বড়সড় সফলতা। বুধবার পুলিশ, এই ঘটনায় যুক্ত থাকা দুই অভিযুক্তকে নিয়ে করল ঘটনার পুনর্নির্মাণ। দেখা গেল চুরির ঘটনা সঙ্গে যারা যুক্ত তারাই ওই ব্যক্তির প্রতিবেশী। ঘটনা প্রসঙ্গে জানা যায় গত চার মাস দশ দিন আগে, এক গৃহস্থের পরিবারের সকল সদস্যরা যাত্রা দেখতে যায় বাড়ির অদূরে এই ধর্মরাজ মন্দিরে। আর চোরের দল সুনির্দিষ্ট পরিকল্পনা মত সেই সুযোগ কে কাজে লাগিয়ে, ঘটায় দুঃসাহসিক চুরির ঘটনা।
এবার পুলিশ দীর্ঘ তদন্ত করে সেই চুরির ঘটনার কিনারা করে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই অপরাধীকে সঙ্গে নিয়ে, চুরির ঘটনার পুননির্মাণ করল। ছয় ই মে এই ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার হিজল গড়া গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এই বছরেরই শনিবার ৬ই মে রাত্রে হিজলগড়ার ধর্মরাজ মন্দির প্রাঙ্গনে চলছিল যাত্রা অনুষ্ঠান, আর সেই যাত্রা দেখতে প্রাক্তন খনি কর্মী নীলকমল ভট্টাচার্যর বাড়ির সকল সদস্যরা, চলে যান বাড়ির দরজা-জানলা বন্ধ করে। এরপরই যাত্রার মাঝে রাত্রি এগারোটা নাগাদ নীলকমল বাবুর ছেলে মৃণাল ভট্টাচার্য, বাড়ি এসে দেখেন বাড়ির সদর দরজা ভেতর থেকে লাগানো রয়েছে, বিষয়টি দেখে তিনি তড়িঘড়ি পেছন থেকে দরজা খুলে দেখেন দরজার তালা ভাঙ্গা। বাড়িতে ঢুকে দেখেন বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। বাড়ির মধ্যে থাকা দুটি লোহার আলমারি ভেঙ্গে তার মধ্যে থাকা বেশ কয়েক ভরি সোনার অলংকার ও বাড়ির মধ্যে থাকা বেশ কিছু নগদ টাকা, চুরি করে নিয়ে যায় চোরের দল।
সেই বিষয়টি দেখে হথচকিত হয়ে পড়েন তারা। মুহূর্তেই সেখানে থাকা সিভিক ভলেন্টিয়ার কেন্দা ফাঁড়ির পুলিশ কে খবর দিলে, পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জামুরিয়ার হিজলগড়া এলাকা থেকেই বছর ২৮ শেখ সইম ও বছর ৪৫ এর শেখ বাবলুকে, গ্রেফতার করে পুলিশ পায় বড় সফলতা। পুলিশ তাদের টানা জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনার অলংকারের প্রায় ১০৫ গ্রাম সোনা উদ্ধার করে ওই ব্যক্তিদের কাছ থেকে। বুধবার এই ঘটনার পুনর্নির্মাণ করে সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ডক্টর এস এস কুলদীপ, উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, জামুরিয়া থানার ওসি রাজশেখর মুখার্জি, কেন্দা ফাঁড়ির আইসি সুকান্ত দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা।