ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ণপুর পশ্চিম রাঙ্গা মেটিয়া ইউথ ক্লাবের উদ্দ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মানুষ মানুষের জন্য এই আহবানে সারা দিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রূপনারায়ণপুর পশ্চিম রাঙ্গা মেটিয়া ইউথ ক্লাবের উদ্দ্যোগে স্বর্গীয় শিবাস মন্ডল এর স্মরণে রবিবার ইউথ ক্লাব ময়দানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ৷রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয়৷তিনি জানান রক্তদানের প্রবণতা অনেকটাই কম ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷এই পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ সেই সারা দিয়েই প্রতি বছরের ন্যায় এবছরেও ইউথ ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির সংঘটিত করে৷

অনুষ্ঠানে ক্লাব সভাপতি শঙ্কর কুন্ডু জানান আমাদের ক্লাবের তরফ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা বৃক্ষরোপণ ও সামাজিক মূলক অনুষ্ঠান প্রতিবছরের হয়ে থাকে।তাই এসবের সাথে সাথে প্রতি বছরের ন্যায় এবছরেও একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়ছে।যেটি আমাদেরই ক্লাবের সদস্য স্বর্গীয় সিবাস মন্ডল এর শ্রদ্ধা নিবেদন করে করা হয়েছে।একই সাথে একটি থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে প্রায় ১২১ রক্ত রক্তদাতা সেচ্ছায় রক্ত দান করেন এবং ৯০ জনকে থালাসেমিয়া পরীক্ষা করা হয়। এদিনের শিবাস মন্ডলের স্ত্রী
শম্পা মন্ডল ও তার দুই পুত্রকে সঙ্গে করে ক্লাবের সীমানায় একটি বৃক্ষরোপন করেন তিনিই প্রথম রক্ত দান করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।


এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং,
রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক, রুপনারপুর পঞ্চায়েত উপপ্রধান সন্তোষ চৌধুরী, ক্লাবের সভাপতি রবি শংকর কুন্ডু,সম্পাদক ইন্দ্রনীল রায়,শুভেন্দু নাথ,গীরি শংকর চ্যাটার্জী,জয়দীপ সাহা পোদ্দার,সুব্রত দাস, রাস দ্বীপ মজুমদার,সুদীপ্ত দে, অরূপ রতন মন্ডল,করবি নাথ, এনা চ্যাটার্জী, চিন্ময় মিশ্র ,হিরন্ময় মিশ্র সহ অন্যান্য সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *