ASANSOL-BURNPUR

গ্রাহক পরিসেবা ও ব্যবসা, সেরার স্বীকৃতি পেলো এসবিআইয়ের রুপনারায়নপুর শাখা

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্যঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিনেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই শাখা গ্রাহক পরিষেবা ও ব্যবসায় শিখর ছোঁয়ার স্বীকৃতি পেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার সিং রূপনারায়ণপুরে এসে মঙ্গলবার সেই স্বীকৃতি স্বরূপ স্মারক তুলে দিলেন ব্যাংক কর্তৃপক্ষের হাতে। এত বড় মাপের স্বীকৃতি রূপনারায়ণপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার কাজের ক্ষেত্রে এই প্রথম।


জানা গেছে, এই রাজ্যের ছয়টি জেলার ২৫২ টি শাখার মধ্যে প্রথম ১৫’য় জায়গা করে নিয়েছে রূপনারায়ণপুর স্টেট ব্যাংক শাখা। এরই সঙ্গে এই রিজিওয়নের ৪৫ টি শাখার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই রুপনারায়নপুর শাখাটি । দুর্গাপুর মডিউলের সমস্ত স্টেট ব্যাংকের শাখার মধ্যে প্রথম ১০ এর মধ্যেও চলে এসেছে রূপনারায়ণপুর স্টেট ব্যাংক শাখা। ব্যাংকের পরিষেবা এবং ব্যবসা বৃদ্ধির প্রায় ২৮ টি দিক পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।


এদিন সকালেই রূপনারায়ণপুর শাখায় পৌঁছে যান ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী সিং। তার সঙ্গে ছিলেন রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর বসু। তারা দীর্ঘক্ষণ ব্যাংকের প্রতিটি বিভাগে কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি গ্রাহকদের সঙ্গেও কথা বলেন। রূপনারায়ণপুর স্টেট ব্যাংকের শাখা ম্যানেজার ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায় সহ সমস্ত স্তরের কর্মী ওআধিকারিকেরা শ্রী সিংয়ের এই পরিদর্শনকে স্বাগত জানান। তাকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *