ASANSOL

ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ভরসন্ধ্যায় বন্ধ দরজার তালা ভেঙে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। সোমবারের এই ঘটনায় আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডের দিলদার নগরে পুনম চৌবে নামে এক বৃদ্ধার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভরসন্ধ্যার এই ঘটনা ঘটায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আসেন ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর রনবীর সিং ওরফে জিতু। আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বৃদ্ধার ঘরে থাকা আলমারি খুলে নগদ ১০ হাজার টাকা, বেশ কিছু সোনার গয়না, কিছু কাগজপত্র সহ সর্বস্ব চোরেরা চুরি করে নিয়ে যায়।


জানা গেছে, আসানসোলের দক্ষিণ থানা এলাকার আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডের দিলদার নগরের বাসিন্দা পুনম চৌবে নামে বৃদ্ধার স্বামী কিছুদিন আগে মারা গেছেন। তিনি সোমবার বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে তালা দিয়ে পূজো করতে যান। ঘন্টা খানেক পরে সন্ধ্যা সাতটা নাগাদ তিনি বাড়ি ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বাড়িতে ঢুকে তিনি দেখেন তালাভাঙ্গা আলমারিও খোলা অবস্থায় রয়েছে। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসেন। বৃদ্ধার দাবি, আলমারি থেকে চোরেরা লক্ষাধিক টাকার গয়না ও ১০ হাজার টাকা নগদ, কিছু জরুরি কাগজপত্র সহ সর্বস্ব লুট করে চলে গেছে।


৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, এলাকায় বেআইনি ভাবে একাধিক মদ বিক্রির দোকান চলছে। গাঁজার আসরও বসে। সেইসব জায়গায় নতুন নতুন লোকজন আসা যাওয়া করে। পুলিশকে জানিও তেমন কোন কোন ফল হয়নি। পুলিশ বন্ধ করে যায়। দিন কয়েক পরে আবার খুলে যায়। হতে পারে, এইসব কাজ করা লোকেরাই এই ঘটনা ঘটেয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আরো বলেন, পুজো আসছে সামনে। এইরকম যদি ঘটনা ঘটতে থাকে বিপদে পড়বেন এলাকার মানুষজনেরা।
এলাকার বাসিন্দাদের সূত্রে জানা, ঐ বাড়ির পেছনে একটা ফাঁকা জায়গা আছে। সেখান দিয়ে পাঁচিল টপকে চোরেরা ঢুকে এক ঘন্টার মধ্যেই চুরির ঘটনা ঘটিয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *