RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী ধরা পড়লো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আরো একবার পুলিশের বিশেষ নজরদারির কার্যকর হল। এবার ধরা পড়লো আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী। শুক্রবার রাতে রানীগঞ্জের পুরাতন এগারার, পুরনো পঞ্চায়েত কার্যালয়ের সামনে, এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বল্লভপুর ফাঁড়ির আইসি শিলাদিত্য ব্যানার্জি,তিনি ওই ব্যক্তিকে সেখানে কি কারনে ঘোরাফেরা করছেন, তা জানতে চাইলে, ওই ব্যক্তি তা না শুনে, এড়িয়ে চলে যেতে শুরু করে। পরে তাকে পুলিশ অন্য সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে পাকড়াও করলে, তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ধৃত ওই ব্যক্তি জানান, রানীগঞ্জে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছে সে। তবে কি কারনে কি, উদ্দেশ্য নিয়ে, সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার সঠিক কোন উত্তর দিতে পারিনি। জানা গেছে ধৃত ঐ ব্যক্তি বছর ৩৭ এর মেহেমুদ আলম উত্তর প্রদেশের, মুঘল সরায় এর বাসিন্দা। পুলিশ শনিবার ধৃত ওই ব্যক্তিকে আসানসোল জেলা আদালতে হাজির করেন। জানা গেছে আগামীতে পুলিশ ওই ব্যক্তিকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *