রানীগঞ্জের ১১২ টি পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দুর্গা পুজোর আর হাতেগোনা কয়েকটি দিন বাকি রয়েছে, তাই দুর্গাপুজোর সময়কালে পুজোগুলিকে সুচারূপে পরিচালনার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে বিগত বছরগুলির ন্যায় এবারও রানীগঞ্জের ১১২ টি পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক সারলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। সোমবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে অবস্থিত এক বেসরকারি সংস্থার সভাকক্ষে দুর্গা পুজোর সময়ে কি কি নিয়ম নীতি মেনে পুজো গুলি করবেন পূজা উদ্যোক্তারা, সে সকল বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া হল পুজো কমিটি গুলিকে।




এই বিশেষ বৈঠকে রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের সাথেই ট্রাফিক গার্ডের আধিকারিকেরাও উপস্থিত হন এই কর্মসূচিতে। একইভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জের দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও রানীগঞ্জ চেয়ারম্যানের সাথে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের। উপস্থিত থাকেন বণিক সংগঠনের সদস্যরা। এদিন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি সকল পুজো কমিটির আয়োজকদের জানিয়ে দেন যে লাইসেন্স প্রাপ্ত পুজো গুলিকে কি কি নিয়ম অবলম্বন করে চলতে হবে, যারা লাইসেন্স প্রাপ্ত পুজো কমিটি রয়েছে তারা অনলাইনের মাধ্যমে পুজোর ফ্রম রেজিস্ট্রেশন করে পুজোর অনুমতি পেয়ে যাবেন বলেই জানান, তবে যে সকল পুজো কমিটির এখনো অনুমোদন পাইনি তাদের অফলাইনে আবেদন করতে হবে পুজো পরিচালনার জন্য।
এর সাথেই তারা এদিন জানিয়ে দেন পুজো কমিটিগুলির যে সকল সমস্যা রয়েছে তা নথিভুক্ত করে, আগামীতে সে সম্পর্কে সঠিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন প্রশাসন। পাশাপাশি এদিনের এই বৈঠকেই তারা আগামী ৬ই অক্টোবর আসানসোলের রবীন্দ্র ভবনে পুজো কমিটিগুলিকে বিশেষ বৈঠকে উপস্থিত থাকার জন্য আবেদন করেন। এদিনের এই বৈঠকে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ও এসিপি সেন্ট্রাল ছাড়াও উপস্থিত থাকতে দেখা যায়, এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল, রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি চিত্ততোষ মন্ডল, রানীগঞ্জ ফায়ার ব্রিগেড ওসি সহ রানীগঞ্জের তিনটি ফাঁড়ির আইসি ও বহুবিশিষ্টজনেরদের।