অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের আটক করল দিল্লি পুলিশ, প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত: দিল্লির কৃষি ভবনে বিক্ষোভ চলাকালীন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতাদের দিল্লি পুলিশ হেফাজতে নেয়৷ আর এই ঘটনার প্রতিবাদে আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার রাতে মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে কুলটি ব্লকের তৃণমূল কংগ্রেস নেতারা জিটি অবরোধ করে। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এই আন্দোলনের মাধ্যমে এই ঘটনার তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতারা।
ইন্দ্রাণী মিশ্র বলেন, মোদি সরকার তৃণমূলকে ভয় পায়। কিন্তু দেশের মানুষ মোদির একনায়কতন্ত্রের জবাব দেবে ২০২৪ সালে। গরিব মানুষের অধিকার হরণ করে পুঁজিপতিদের হাতে দেওয়া এই সরকারকে জনগণ উৎখাত করবে।