BARABANI-SALANPUR-CHITTARANJAN

পথ নাটক এর মধ্যে দিয়ে সচেতনতা মূলক কর্মশালার আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে পথ নাট্য কর্মসূচির মধ্যে দিয়ে বাল্য বিবাহ সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হল বুধবার। “এটা কি ঠিক” নামক এক সুন্দর নাটকের মধ্যেদিয়ে নাটকটি পরিবেশন করেন কলকাতার “কও কথা” নাট্য শিল্পীরা। সমস্ত অনুষ্ঠানটি সালানপুর থানার হিন্দুস্তান কেবলসের এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হয় যেখানে আছড়ার রায় বলরাম বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
একই সাথে অনুষ্ঠানটি নেতৃত্ব দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হক।

এই নাটকের মধ্য দিয়ে ছাত্রছাত্রী দের বার্তা দেওয়া হয় কম বয়সে বিয়ে করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়।নাটকের মধ্য দিয়েই বলা হয় জোর পূর্বক বিয়ে দিলে প্রশাসনকে জানান প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে। এদিন অনুষ্ঠানের শেষে নাট্য শিল্পী ভাবতী মুখোপাধ্যায় জানান প্রায় এই অঞ্চলে আমার সালানপুর থানার ডাকে আসি ও ছাত্রছাত্রীদের নাটকের মধ্য দিয়ে বার্তা দি কম বয়সে বিয়ে করলে কি অসুবিধা হতে পারে।

Leave a Reply