Bengal Mirror

Think Positive

Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাজি বিক্রি ও ফাটানোকে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হল প্রশাসনিক বৈঠক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সামনেই আসছে দুর্গাপূজা ও কালীপুজো আর এই পুজো আসতেই বাজি ফাটানো কে কেন্দ্র করে বহু অঘটন ঘটে থাকে আর তাই এবারে আগে থেকেই কড়া পদক্ষেপ নিতে চলেছে সালানপুর ব্লক প্রশাসন সহ সালানপূর থানা আধিকারিক ।
কিছুদিন আগে থেকেই সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ এর তরফে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হলেও শুক্রবার
সালানপুর ব্লক অফিস কার্যালয়ে সালানপুর বিডিও অদিতি বসু,জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ,সালানপুর থানার আধিকারিক অমিত হাটি,রূপনারায়পুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক এবং কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহার উপস্থিতে সালানপুর ব্লকের ব্যাবসায়ী এবং পূজা কমিটির সদস্য সদস্যাদের নিয়ে একটি বৈঠক করা হয়।

যেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে
বাজি বিক্রি করতে হলে এই বছর বিশেষ অনুমতি নিতে হবে এবং প্রশাসনের ঠিক করা জায়গায় সেই বাজি বিক্রি করতে হবে।তাছাড়া গ্রীন ক্রেকার ছাড়া কোনো রকম বাজি বিক্রি করা যাবে না।প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে সহমত জানিয়েছেন এলাকার ব্যাবসায়ীরা ও পূজা কমিটির সদস্যরা।তাছাড়া প্রশাসনের তরফে পূজা কমিটির সদস্য সদস্যা নির্দেশ দেওয়া হয় সমস্ত পূজা মণ্ডপে ডেঙ্গু ও সাইবার ক্রাইম নিয়ে একটি করে সচেতনতা ব্যানার লাগাতে হবে।তাছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হওয়ার ফলে এলাকা ও পূজা মণ্ডপ গুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।প্রয়োজনে পঞ্চায়েত গুলি তাদের সহযোগিতা করবে।তাছাড়া এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *