জেলা সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগ লোকশিল্পীদের কর্মশালা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় ব্রিজ লাগোয়া আসানসোল পুরনিগমের ৫ নং বোরো অফিসের স্পন্দন হলে শনিবার জেলার লোকশিল্পীদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। পশ্চিম বর্ধমান জেলা সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই কর্মশালা হয়। এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার উদ্বোধন করে মলয় ঘটক বলেন, এই জেলার অনেক লোকশিল্পী এদিনের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের পাশাপাশি এই জেলার লোকশিল্পীদের নিয়ে অনেক কিছু ভাবেন। এর জন্য অনেক প্রচেষ্টা করেছেন। লোকশিল্পীদের জীবনযাত্রা সহজ করতে প্রকল্প শুরু করা হয়েছে বলে জানান তিনি এই ধরনের কর্মশালা লোকশিল্পীদের অনেক সাহায্য করে। তিনি আশ্বস্ত করে বলেন যে, রাজ্য সরকার সর্বদা লোকশিল্পীদের পাশে দাঁড়িয়েছে ও ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।