RANIGANJ-JAMURIA

রানিগঞ্জের জাতীয় সড়কের ঘটনা ট্রাকের ধাক্কায় মৃত্যু মোটরবাইক চালকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির রানিসায়ের মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে। রানিগঞ্জ থানার নর্থ সিয়ারশোল কোলিয়ারির বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম রুদ্র প্রসাদ গুপ্তা ( ৩৪)। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।

accident sample


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রানিগঞ্জ থানার নর্থ সিয়ারশোল কোলিয়ারির বাসিন্দা রুদ্র প্রসাদ গুপ্তা মোটরবাইক করে বাড়ির দিকে যাচ্ছিলো। সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জ পাঞ্জাবি মোড় ফাঁড়ির রানিসায়ের মোড়ের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। গুরুতর জখম অবস্থায় মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে মৃত যুবকের বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।
পুলিশ জানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply