BARABANI-SALANPUR-CHITTARANJAN

চেকিংয়ের সময় এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ, জনতা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-যানবাহন তল্লাশির নামে প্রায়ই জনগণকে হয়রানির অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। শনিবার চিত্তরঞ্জনে গাড়ি চেকিংয়ের সময় এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে গাড়ি চেক করা পুলিশ কর্মীদের বিরুদ্ধে। পরে সেখানে ভিড় জমে যায়। সেখানে ব্যাপক হৈচৈ পড়ে যায়। এমনকি জনতা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তিও হয়। পুলিশ কোনওরকমে বিষয়টি মিমাংসা করে।



বলা হচ্ছে, যথারীতি চিত্তরঞ্জন থানার এক নম্বর গেটের সামনে চিত্তরঞ্জন থানার চেকিং চলাকালীন, একজন সিভিক পুলিশ মোটরসাইকেল চেক করার সময় এক মহিলার দুচাকার গাড়ি থামায়। মহিলার অভিযোগ যে কোনও কারণ ছাড়াই তাকে থামানো হয়েছিল এবং সিভিক ভলান্টিয়ার তার সাথে খারাপ ব্যবহার করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়।ওই মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের পিসিআর ভ্যান থামিয়ে বিক্ষোভ করে।এ সময় লোকজন পুলিশের ওপর চড়াও হয় যায়।এ ঘটনায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ক্ষোভ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *