দূর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু, এলাকা পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : দূর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু করলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট। এই বছর আসানসোলে এই কার্নিভাল হতে পারে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
রবিবার সকালে এই কার্নিভাল নিয়ে প্রাথমিক স্তরে পরিকল্পনা করতে এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন লাগোয়া বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকা এদিন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস, আসানসোলের মহকুমাশাসক ( সদর) অভিজ্ঞান পাঁজা, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ সোনেয়াল, এসিপি (ট্রাফিক ২) প্রদীপ মন্ডল, আসানসোল দক্ষিণ থানা (পিপি) সঞ্জীব দে সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে ডিসিপি (সেন্ট্রাল) পরে বলেন, দূর্গাপুজো কার্নিভাল বিষয়টি মন্ত্রী মলয় ঘটক দেখছেন। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আগামী ১১ অক্টোবর বুধবার এই বিষয়ে একটা বৈঠক করা হবে। তিনি আরো বলেন, এদিন বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকাটি পরিদর্শন করা হলো। পরে গোটা বিষয়টি আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গতঃ, ২০২২ সালে দূর্গাপুজো কার্নিভাল দূর্গাপুরে হয়েছিলো।