পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগ, আসানসোলে প্রাক শারদীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: দুর্গাপূজোর ঠিক আগে রাজ্য শ্রম দপ্তরের পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে বুধবার বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনে প্রাক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।




এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখার সময় মলয় ঘটক বলেন, ২০১১ সালের আগে শ্রম দপ্তর সম্পর্কে বাংলার মানুষেরা খুব কমই জানতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শ্রম দপ্তর চাঙ্গা হয়েছে। শ্রম দপ্তরের তরফে ২০০০ সালে বামফ্রন্ট আমলে সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করা হয়। তিনি বলেন, ২০০০ থেকে ২০১১ পর্যন্ত ১১ বছরে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ৯ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। কিন্তু ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পরিমাণ বেড়ে ২৩০০ কোটি টাকা হয়েছে। এটি প্রমাণ করে যে শ্রম দপ্তরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্ব দিয়েছেন।
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সামাজিক নিরাপত্তা প্রকল্পের অধীনে মাত্র ২৬ লক্ষ কর্মীর নাম নিবন্ধিত হয়। কিন্তু গত ১২ বছরে এই সংখ্যা বেড়ে ১ কোটি ৬০ লক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাসী শ্রমিকদের জন্যও ভাবেন । মমতা বন্দ্যোপাধ্যায় একটি আলাদা পোর্টাল তৈরি করেছেন। বাংলার কোন যুবক তিনি যেখানেই থাকুন না কেন , সমস্যায় পড়লে পোর্টালের মাধ্যমে সহায়তা পেতে পারেন। তিনি বলেন, শ্রমিক কল্যাণ পর্ষদ শ্রমিকদের স্বার্থে নিরন্তর কাজ করে যাচ্ছে।