Durgapuja 2023 : পশ্চিম বর্ধমান জেলায় ৩০ টি দূর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর
রানিগঞ্জে খনি দূর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতি পূরণ দেওয়ার ঘোষণা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Paschim Bardhaman News ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার ৩০ টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালি এইসব পুজো গুলোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিনের মুখ্যমন্ত্রীর এই পুজো উদ্বোধন উপলক্ষে সবকটি মন্ডপে আলাদা আলাদা করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
আসানসোলের আপকার গার্ডেন পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ প্রমুখরা। আসানসোলের এদিন উদ্বোধন হওয়া বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে রয়েছে কল্যানপুর হাউজিং কে সেক্টর সার্বজনীন ও কোর্ট রোড। দূর্গাপুরের রয়েছে চতুরঙ্গ ও ফুলঝোড়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মহিলা পরিচালিত পুজোরও উদ্বোধন করেন।
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল পুজো উদ্বোধনের অনুষ্ঠানে অন্যতম উল্লেখযোগ্য বিষয় ছিলো রানিগঞ্জে ইসিএলের খোলামুখ কয়লাখনিতে ধসে মৃত্যু হওয়া তিনজনের পরিবারকে ক্ষতি পূরণ দেওয়ার কথা জানানো। প্রতি পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার দুপুরেই তিনজনের পরিবারকে ক্ষতি পূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার দাবিতে রানিগঞ্জ থানার সামনে ধর্ণায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।