ASANSOL

আসানসোল বাজারে খাবারের দোকানে আগুন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহরের জিটি রোডের বাজারে একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটলো ।বুধবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় স্থানীয় পুর কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে। এরপর আসানসোল দক্ষিণ থানা ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আসানসোল ডিভিশন অফিসে জানানো হয়। পরে খবর পেয়ে আসানসোল দমকল বাহিনীর একটি ইঞ্জিন পৌঁছায়। ঘন্টাখানেকের চেষ্টায় দমকলকর্মীরা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন। এই আগুনে দোকানের সব জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি দোকান মালিক যাদব রায়ের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


তবে, জানা গেছে, ঐ খাবারের দোকানের ভেতরে একটি গ্যাসের সিল করা সিলিন্ডার ছিলো। খাবার লাগার পরেই এলাকার বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে দোকানের ভেতর থেকে সেই সিলিন্ডার বাইরে বার করে আনেন। যে কারণে বাজারের ঐ এলাকা বড়সড় দূর্ঘটনা ও অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। তবে ঠিক কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। প্রাথমিক ভাবে দমকলকর্মীদের অনুমান, শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।

Leave a Reply