রূপনারায়ণপুর পুলিশ অস্ত্র সহ দুই দুষ্কৃতিদের গ্রেফতার করলো
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে হানা দিয়ে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির
পুলিশ।যদিও এই চক্রের অন্যতম এক দুষ্কৃতি পুলিশের চোকে ধুলো দিয়ে পালিয়ে গেছে।ওই দুষ্কৃতির খোঁজে চলছে ব্যাপক তল্লাশি ।
খবর সূত্রে জানাজায় বেশ কিছুদিন ধরে চিত্তরঞ্জন সহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই এর ঘটনা বেড়ে গেছিল যেসকল কাজে যুক্ত ছিল এই সকল দুষ্কৃতীরা।
কিছুদিন আগেই রূপনারায়ণপুর রেলগেট সংলগ্ন পিঠাকিয়ারি রোডে একটি শিব মন্দিরের গ্রিল কেটে চুরির চেষ্টা করেছিল এই দুষ্কৃতিরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পিঠাকিয়ারি সংলগ্ন এনটিপিসি রোডে একটি বাড়িতে বেশ কিছু যুবকের আনাগোনা লেগে আছে। বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে সেখানে ঘর ভাড়া নিয়ে থাকছে মিহিজামের অভয় শর্মা এবং তার দলবল।
এ বিষয়ে নিশ্চিত হওয়া মাত্রই রূপনারায়ণপুর ওসি মইনুল হকের নেতৃত্বে পুলিশের
হানা দেয়। সেখানেই পুলিশ হাতে পেয়ে যায় মিহিজাম রামনগর হিলরোডের বাসিন্দা জয়ন্ত ধীবর ওরফে লাল্টু (১৮) এবং জামতাড়া ফুটবেড়িয়ার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীকে (২৩)। বিশ্বজিৎ সম্প্রতি দেন্দুয়া মোড়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল। এদিকে পুলিশের নাগাল এড়িয়ে কোনক্রমে পালিয়ে যায় দুষ্কৃতিদের মূল মাথা অভয় শর্মা। তবে ঘটনাস্থল থেকে রূপনারায়ণপুর পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিভিন্ন ধরনের রেঞ্চ, গ্যাস কাটিং যন্ত্র, লোহা লক্কড় ওজন করার মেশিন, লোহা কাটার বিশেষ ব্লেড সহ নানান যন্ত্রপাতি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে পিঠাকিয়ারি মন্দিরে চুরি, চিত্তরঞ্জন অঞ্চলে পাম্প চুরি, বিভিন্ন এলাকা থেকে সাবমারসিবল চুরি, লোহার পাইপ চুরি সহ নানান ঘটনায় এরা জড়িত ছিল। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে তাদের যাবতীয় কর্মকাণ্ড সম্বন্ধে পুলিশ ওয়াকিবহাল হবে এবং দুষ্কর্মে জড়িত সকলকে গ্রেফতার করবে বলে মনে করছে।
পুলিশ ধৃত দুজনকে আসানসোল আদালতে তুলে পাঁচ দিনের জন্য নিজেদের
হেফাজতে নেয়।
বাংলা ঝাড়খন্ড সীমান্ত অঞ্চলে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতিদের গ্রেফতার রূপনারায়ণপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে।