ASANSOL

কয়লা খনির কাজ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- জমি ও চাকরি,এই জট কিছুতেই কাটছে না ।এমনই অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর এরিয়া মোহনপুর পাহারগোরা খনি এলাকার পার্শ্ববতী মনোহরা ,পাহাড়পুর, কেসরডি ,রাধাডি,খয়েরবাদ
এলাকার বাসিন্দারা সোমবার সকাল থেকে মোহনপুর কয়লা খনির ট্রান্সপোর্ট বন্ধ করে ‘জমির বদলে চাকরি’-র দাবিতে বিক্ষোভ দেখতে থাকে।তাছাড়া এই এলাকার আদিবাসী গ্রামবাসীরা জানান ইসিএল এর তরফে না জানিয়ে তাদের জমি অধিগ্রহন করছে ।তাছাড়া জমির বদলে চাকরি দেবে বলে এখনো কোন চাকরি দেওয়া হয়নি কিন্তু জমি অধিগ্রহন করে সেই জমি থাকে কয়লা উত্তোলন করছে এবং ডাম্পিং করছে। একই সাথে গ্রামের একটি পুকুর ছিল যেটি ডাম্পিং করে ভরাট করে দেওয়া কিন্তু গ্রামে পানীয় জলের সংকট রয়েছে।

বিক্ষোভ রত এক ব্যাক্তি অরুণ সরেন জানান গত এক বছর ধরে সালানপুর এরিয়ার পার্শ্ববতী গ্রামের বহু মানুষ ভুগছে।শুধু তাই নয়, আমাদের না জানিয়েই
আমাদের জমি অধিগ্রহন করা হয়েছে ।তাছাড়া তাদের জমি নেওয়া হলেও কোন ভাবে তাদের জমির প্রাপ্য টাকা দেওয়া হচ্ছেনা অথচ তাদের জমিতে কয়লা কাটতে শুরু করেছে ।তাদের জমির প্রাপ্য টাকা যেন দেওয়া হয়।এই দাবিতেই তাদের বিক্ষোভ ।পরে ইসিএল এর এরিয়া আধিকারিকরা এসে তাদের আশ্বাস দেওয়ার পরেই তারা বিক্ষোভ তুলে নেয়।
এদিনের আধিকারিক মোহনপুর এজেন্ট ম্যানেজার সুভাষ মন্ডল জানান যে দুই দিনের মধ্যে গ্রাম বাসীদের সাথে আলোচনা করা হবে করা কি সমস্যা রয়েছে তা সমাধান করা হবে ।তবে তাদের জমির টাকা দেওয়া হলেও এখনো চাকরি পায়নি তারা প্রক্রিয়া চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *