তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাড়ী ও লুঙ্গি – গেঞ্জি বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের জামগ্রাম কমিউনিটি হল,কাপিষ্ঠা তৃণমূল কার্যালয় ও রসুলপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় ২৫০০ জন মহিলাদের হাতে শাড়ী ও ৩০০ জন পুরুষকে লুঙ্গি গেঞ্জি বিতরণ করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ,বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং,জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত।
এদিন বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এই শাড়ি বিতরণ করা হয়েছে। গরিব মায়েদের পূজার উপহার হিসেবে এ শাড়ি বিতরণ।বারাবনি বিধানসভা সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে ।বারাবনি ব্লক এর প্রতিটি পঞ্চায়েত এর কয়েক হাজার মহিলাদের মধ্যে শাড়ী তুলে দেওয়া হয়।তাছাড়া সালানপুর ব্লকে ও এই বিতরণ কর্মসূচি চলছে।