আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মহাষষ্ঠীর দুপুরে আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা। ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। আসানসোল উত্তর থানার কন্যাপুরের সেনরেল ” বি ” ব্লকের বাসিন্দা মৃত বাইক চালকের নাম বিবেক দাস (৩৭)। এদিন বিকেলে আসানসোল জেলা পরিষদের বাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে আসানসোলের কন্যাপুরের সেনরেল ‘ বি ” ব্লকের বাসিন্দা বিবেক দাস বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলো। সে ১৯ নং জাতীয় সড়কে জুবিলি মোড় থেকে কাল্লা মোড়ের দিকে যাচ্ছিলো। আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের সামান্য দূরে পেছন থেকে একটি ট্যাঙ্কার তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। তাতে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। বাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে মৃত যুবকের বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ