বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ : পশ্চিম বর্ধমান জেলার ১২টি পুজো কমিটি পেল পুরস্কার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ” বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩” এ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুর মহকুমার ১২ টি দূর্গাপুজো কমিটিকে চারটি বিভাগে সেরার পুরষ্কার দেওয়া হলো । শুক্রবার মহাষষ্ঠীর সকালে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের ( আড্ডা) সভাকক্ষে পশ্চিম বর্ধমান জেলা শারদ সম্মান ২০২৩ এর পুরষ্কার দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
আসানসোল ও দুর্গাপুর মহকুমার ১২টি পূজা কমিটিকে পুরষ্কার দেওয়ার এই অনুষ্ঠানে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস. পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোলের মহকুমা অভিজ্ঞান পাঁজা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জেলাশাসক বলেন, প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে, এ বছরও মোট চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। সেরা পূজা, সেরা প্রতিমা, সেরা মণ্ডপের পাশাপাশি সমাজ সচেতনতার জন্য সেরা পুজোকে পুরস্কৃত করা হয়েছে ।প্রতিটি বিভাগে মোট তিনটি করে সবমিলিয়ে ১২ টি পূজা কমিটিকে পুরস্কৃত করা হয়েছে।
মন্ত্রী মলয় ঘটক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বাসিন্দাদের শারদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রার্থনা করি যে পূজা সবার জন্য ভাল হয়।
সেরা পুজোর শিরোপা পেয়েছে আসানসোলের আপকার গার্ডেন দুর্গাপূজা কমিটি, দুর্গাপুরের মার্কনি দক্ষিণপল্লি দুর্গাপূজা কমিটি ও দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে আসানসোলের কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, দুর্গাপুরের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গাপূজা সম্মিলনী ও দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গাপূজা কমিটিকে।
একইভাবে, আসানসোলের কল্যাণপুর কে সেক্টর পুজো কমিটি, দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি ও ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজোকে সেরা মণ্ডপ বিভাগে পুরষ্কৃত করা হয়েছে। আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব, দুর্গাপুরের নবারুন সার্বজনীন দুর্গাপূজা এবং দুর্গাপুরের সেপকো সার্বজনীন দুর্গাপূজো সমাজ সচেতনতায় সেরা পুরস্কার পেয়েছে।