বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ঢাকিওয়ালার মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* লক্ষী পুজোর বায়না শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ঢাকিওয়ালার। সোমবার রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নং জাতীয় সড়কে। আসানসোল উত্তর থানার এথোড়ার মরিচকোটার বাসিন্দা মৃত ঢাকওয়ালার নাম কালোসোনা বাদ্যকর (৫০)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হয়।











পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল উত্তর থানার এথোড়ার মরিচকোটার বাসিন্দা কালোসোনা বাদ্যকর পেশাগত ভাবে ঢাক বাজান। কোজাগরী লক্ষী পুজোর বায়না নিয়ে তিনি বাইরে ঢাক বাজাতে যায়। পুজো শেষে সোমবার রাত নটা নাগাদ বাড়ি ফেরার জন্য তিনি আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের সামনে তিনি ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। তখন তাকে একটি গাড়ি বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ আসে। তাকে গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
- Jamuria : बालू वाहन ने एक को रौंदा मौत, दुर्घटना के बाद बवाल, पुलिस पर हमला और तोड़फोड़
- আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর
- সালানপুর ও বারাবনি বিডিও অফিসে বিএলওদের বিক্ষোভ, অবস্থান
- আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগ, শিক্ষা বিষয়ক একদিনের ন্যাশানাল সেমিনার
- SIR 2025 : Draft List में अपना नाम कैसे चेक करें ? नाम न होने पर क्या करें

