আসানসোলে বিজেপির আন্দোলনে ধুন্ধুমার, রেশন কান্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবি
মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ নিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে। সেই গ্রেফতার হওয়ার পরে তাকে রাজ্যের মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবিতে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে ” চোর ধরো জেল ভরো ” কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার।
সেই কর্মসূচিতে এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জিটি রোডের হটন রোড মোড়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটলো। এই কর্মসূচিতে বিজেপির নেতা ও কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা নিয়েছিলো। কিন্তু তা পুলিশ জানতে পারে। বিজেপির নেতা ও কর্মীরা কুশপুত্তলিকা দাহ করতে গেলে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা বাধা দেন। তা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির নেতা ও কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি বেধে যায়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।




এর আগে এদিন বিজেপির কর্মী সমর্থকেরা আসানসোলের গীর্জা মোড় থেকে মিছিল করে হটন রোড মোড়ে আসেন। এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ স্থানীয় জেলা নেতৃত্ব। মিছিল শেষে বিজেপির নেতা ও কর্মীরা হটন রোড মোড়ে জিটি রোডে বসে পড়েন। এরই মধ্যে আচমকাই বিজেপির নেতা ও কর্মীরা রাজ্যের শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরকারের উৎখাত চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করতে যান। তখন পুলিশ বাধা দিতে গেলে, গন্ডগোলের শুরু। শেষ পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিনের আন্দোলন নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই শিক্ষায় নিয়োগ দূর্নীতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, রেশন দূর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে জেলে আছেন। তারপরেও তিনি ( রাজ্যের মুখ্যমন্ত্রী) সততার প্রতীক। পুলিশ রাজ্যের শাসক দলের তাবেদারি করছে। প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ হলে পুলিশের কোন বাধা নেই। শুধু বিজেপির ক্ষেত্রেই পুলিশের যতো গাজোয়ারি। অগ্নিমিত্রা পাল কটাক্ষের সুরে বলেন, শিক্ষা ও রেশন দুর্নীতির খাতা খুলতেই এই অবস্থা। এখনো স্বাস্থ্য দফতরের খাতা খুলতে বাকি। যা খুব তাড়াতাড়ি খোলা হবে। তখন বাংলার মানুষেরা আরো কিছু দেখবেন।
বিজেপির এই আন্দোলনে এদিন সকালে প্রায় এক ঘন্টার মতো জিটি রোডে যান চলাচল ব্যহত হয়।