আসানসোল সেন্ট্রাম মলে উদ্বোধন হল সিনে কসমো মাল্টিপ্লেক্স
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :আসানসোলের সৃষ্টি নগরের সেন্ট্রাম মলে আবার শুরু হল মাল্টিপ্লেক্স। বৃহস্পতিবার উদ্বোধন হল সিনে কসমো মাল্টিপ্লেক্স। এ নিয়ে আসানসোলের সিনেমাপ্রেমীদের মধ্যে আনন্দের রেশ। আসানসোলে এর প্রথম দুটি মাল্টিপ্লেক্স ছিল। কিন্তু দু’টিই বন্ধ ছিল। এখন আবার মাল্টিপ্লেক্স চালু হওয়ায় শিল্পাঞ্চলের বাসিন্দাদের বড় পর্দায় ছবি দেখতে দুর্গাপুরে যেতে হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনে কসমোর পরিচালক সাম্যক জৈন, বেঙ্গল সৃষ্টির সাহিল সাহারিয়া, বিনয় চৌধুরী।




সাম্যক জৈন জানান, দর্শনার্থীদের আরও ভালো সুযোগ-সুবিধা দেওয়ার ওপর তার জোর দেওয়া হয়েছে, তারা মূলত রায়পুর থেকে এসেছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের পরিধি বাড়াচ্ছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল চেম্বার্স অফ ফেডারেশন ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক জগদীশ বাগরি, সঞ্জয় বানসাল, রামকুমার শারদা, মুকেশ টোডি, নরেশ আগরওয়াল, হরিনারায়ণ আগরওয়াল প্রমুখ। মাল্টিপ্লেক্স চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বহু মানুষও।
- Asansol : निगम आयुक्त को क्रेडाई – एसीसीआई ने किया सम्मानित
- Durgapur : 3rd भावना मेमोरियल शतरंज चैंपियनशिप 2025 संपन्न
- আসানসোলে জেলাশাসকের উপস্থিতিতে সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক
- আসানসোলের মন্দিরে শিব ভক্তদের ভিড়
- আসানসোলের পুর কমিশনারকে সম্বর্ধনা ক্রেডাই ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের