নিখিল ভারত বঙ্গ সাহিত্যে সম্মেলনের ২৪ তম রাজ্য সম্মেলন রেল শহর চিত্তরঞ্জনে শুরু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৪ তম রাজ্য সম্মেলন শনিবার শুরু হলো রেল শহর চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় চত্বরে। সারা রাজ্যের ৪৭ টি শাখার ( উত্তরবঙ্গ, কলকাতা ও দক্ষিণবঙ্গ মিলিয়ে) ৪০০ প্রতিনিধি সম্মেলনে হাজির হয়েছেন। এছাড়াও আছেন সংগঠনের সর্বভারতীয় স্তরের পদাধিকারীরা।
শনিবার সম্মেলনের উদ্বোধন পর্বে উপস্থিত থেকে সংগঠনের সর্বভারতীয় সাধারন সম্পাদক অনিল ধর বলেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য নতুন করে আবারও আমরা দেশ জুড়ে শপথ নিচ্ছি। আমরি বাংলা ভাষার জন্য লড়াই করে এখনো আক্রান্ত হচ্ছে এদেশের মানুষ। সাম্প্রতিক দুর্গাপুজোর সময় অসমে এমন ঘটনা ঘটার প্রতিবাদে আমরা সেখানকার মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি এই বিষয়ে তার কাছে প্রতিবাদ জানাতে যাব বলে।




এই সংগঠনটি শতবর্ষ পূরণ হয়েছে গত বছরেই। ২০২৪ এর পর নানান ভাবে বাংলা ভাষার উপর যে আক্রমণ আরো বাড়ার আশঙ্কা করা হয়েছে সংগঠনের সর্বভারতীয় সম্পাদকের কথায় তা বারবার উঠে এসেছে। তিনি বলেন, এরজন্যেই নিজেদের ঘরের মধ্যে থেকে শুরু করে সব ক্ষেত্রেই বাংলা ভাষার প্রচার ও প্রসারের উপর জোর দেওয়া হয় কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের বক্তব্যে। বইমেলা , লিটল ম্যাগাজিন ,সাহিত্য পাঠ, বাংলার পাঠাগারগুলিতে নিয়মিত যাতায়াত এসবের উপরে গুরুত্ব দেওয়া হয়।
১০০০ বছরের ভাষার ইতিহাস তুলে ধরে পৃথিবীর ৩০ কোটি মানুষের কাছে বাংলা ভাষার গুরুত্ব নানান উদাহরণ উল্লেখ করেন বিশিষ্ট সাহিত্যিক কবি এই দিনের সভার সভাপতি নন্দদুলাল আচার্য।
এদিন মঞ্চে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য সম্পাদক প্রনবেশ দাস, মৃদুল গোস্বামী, মোহিত গঙ্গোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে আশা ডুয়ার্স সমাচার পত্রিকার সম্পাদক ও সংগঠনের রাজ্য নেতা রমেন দে, আয়োজক সংস্থার পক্ষে বাসুদেব মন্ডল গোপীনাথ হাজরা রমাকান্ত মন্ডল ও আশীষ ঘোষ।
সম্মেলন উপলক্ষে এদিন অন্তত ছটি জেলার নিজস্ব মুখপাত্র এবং রাজ্য কমিটির মুখপত্র ও বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়। এছাড়াও ডক্টর রামদুলাল বসু সহ ৫ প্রবীণ সদস্যকে বিশেষ সম্মান জানানো হয়। দেওয়া হয় বেশ কিছু সাহয়ত্যকর্মের জন্য পুরস্কারও।
রবিবার গণমাধ্যম ও সাহিত্য নিয়ে সংগঠনের ২৪ তম রাজ্য সম্মেলনে এক আলোচনা সভায় অংশ নেবেন কলকাতার সাংবাদিক সুজিত রায় ও বিশ্বদেব ভট্টাচার্য।
সম্মেলন উপলক্ষে চিত্তরঞ্জন শহরে এদিন সংগঠনের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিলো।