ধর্ষণের অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ, লাঠিচার্জ, ১০ জন গ্রেফতার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : রবিবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ করায় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হটিয়ে দিল পুলিশ। রবিবারের এই ঘটনাকে ঘিরে পুলিশের সঙ্গে দীর্ঘ বচসায়, যুক্ত থাকা বেশ কয়েকজন অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার নেতৃত্ব দেন বেশ কয়েকজন যে বিষয়কে নিয়েও ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়। বেশ কয়েকদিন আগে এই ঘটা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে এবার উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা। এলাকায় এক ধর্ষণে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবি তুলে, কিছু জন সদস্য, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়।




ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুরের এক গ্রামে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রসেনজিৎ বাউরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটে 20 শে অক্টোবর আর এই ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের করে, তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ এই ঘটনার পর 24 তারিখ রাত্রে অভিযুক্তর পরিবারের ও পাড়া পড়শীদের বেশ কয়েকজন, ওই নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে শাসিয়ে আসে, তাকে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি। আর তারপরই অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবিতে এবার রবিবার দুপুরে পথ অবরোধ কর্মসূচি করে বিক্ষোভ দেখানয় উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হলো দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায়। এর জেরে দুর্গাপুর গভমেন্ট কলেজের কাছে রাস্তা আটকে বিক্ষোভ দেখালে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা, বেশ কয়েকজন , ওই অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে।
এই ঘটনার খবর পেয়ে, দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি আরো জোরালো হলে পুলিশ বিক্ষোভকারদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা করেও কোন সমাধান সূত্র না মেলায়, পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা পথ অবরোধ জারি রাখে বলেই অভিযোগ। আর এই ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে লাঠিচার্জ করে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে নিউ টাউনশিপ থানার পুলিশ, এসিপি তথাগত পাণ্ডের নেতৃত্বে উত্তেজিত বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে বচসা করায় ও আইন বিরোধী কাজ করায় এই ঘটনায় যুক্ত থাকা প্রায় ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- Mamata Banerjee Target 2026 : ‘आमार पाड़ा, आमार समाधान’ स्कीम की घोषणा, 8 हजार करोड़ का आवंटन
- Asansol साउथ पीपी प्रभारी का तबादला