DURGAPUR

দুর্গাপুরে তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করল পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : দুর্গাপুজো পার হওয়ার পরই, রাতের অন্ধকারে, ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়েরের একদিনের মাথায়, এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে, ছিনতাইয়ের অভিযোগে, তিন ছিনতাই বাজকে গ্রেপ্তার করল পুলিশ। আর তার সাথেই ছিনতাই হওয়া সব সামগ্রী উদ্ধার করতে তৎপর হলো পুলিশ। ঘটনাটি ঘটে দুর্গাপুরের এনটিএস থানা এলাকায়। গত পহেলা নভেম্বর সন্ধ্যায়।

ঘটনা প্রসঙ্গে জানা যায়,এনটিএস থানা অন্তর্গত এম এ এম সির সুভাষপল্লী এলাকার বাসিন্দা, কল্পনা দাস, এনটিএস থানার গোল্ডেন মোড় থেকে B2 বাজার পায়ে হেঁটে যাওয়ার সময় সন্ধ্যে সাতটা নাগাদ তিন ছিনতাই বাজ ওই মহিলার পিছু ধাওয়া করে। পরে নির্জন রাস্তায়,অন্ধকার এলাকায়, ওই মহিলার সঙ্গে থাকা হাত ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। এই ঘটনার পরই ওই মহিলা দু তারিখ এনটিএস থানায় অভিযোগ দায়ের করলে , এনটিএস থানার ওসি রাহুল মন্ডলের নেতৃত্বে পুলিশ এই সমস্ত ঘটনার বিষয় খতিয়ে দেখে, তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকা তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের কাছে পুলিশ ছিনতাই হওয়া বেশকিছু সামগ্রী উদ্ধার করতে তৎপর হয়।

এই ঘটনায় যুক্ত থাকা তিন অভিযুক্ত হল বছর ১৯ এর এনটিএস থানার, গণতন্ত্র কলোনির বাসিন্দা সুভাষ মন্ডল, বছর কুড়ির নবীন পল্লীর বাসিন্দা, রাজিব সিং ওরফে গোপাল, ও বছর বাইশের গণতন্ত্র কলোনির বাসিন্দা হরি মণ্ডল এই তিন অভিযুক্তকেই অতর্কিত অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এরপর ই পুলিশ ওই দুষ্কৃতকারীদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে, ঘটনার তদন্তের স্বার্থে দুষ্কৃতকারীদের পুলিশি হেফাজতে নিয়ে, জিজ্ঞাসাবাদ করে, ধৃতদের কাছে খোয়া যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে তৎপর হয়। এই দুষ্কৃতকারীরা আর কোন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা ও তারা পূর্বে এ ধরনের কোন ঘটনা ঘটিয়েছে কিনা সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একদিনের মাথায় পুলিশের এই বিশেষ তৎপর হয়ে উদ্ধার কার্য চালানোর সম্ভবতই খুশি সকলেই, আগামীতে দেখার পুলিশ এ ধরনের ঘটনা রুখতে কিরূপ ভাবে তৎপর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *