নতুন ট্রাক্টরের পেছনে চারচাকা গাড়ির ধাক্কা, মৃত্যু চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ নতুন ট্রাক্টরের পেছনে ধাক্কা অন্য একটি চারচাকা গাড়ির। এই ঘটনায় মৃত্যু হলো ট্রাক্টর চালকের। বুধবার রাত ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা ব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়কে। বিহারের ভোজপুর জেলার বিষ্ণুটুলার বাসিন্দা মৃত ট্রাক্টর চালকের নাম বিনোদ কুমার (৪৩)। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ট্রাক্টর চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।









জানা গেছে, একটি নামী কোম্পানির শোরুম থেকে একটি নতুন ট্রাক্টর নিয়ে বুধবার রাত আটটা নাগাদ বিনোদ কুমার আসানসোলের কালিপাহাড়ি মোড় থেকে জুবিলি মোড়ের দিকে যাচ্ছিলেন। আসানসোল উত্তর থানার কাল্লা ব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়কে পেছনের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সেই ট্রাক্টরে মেরে পালিয়ে যায়। তাতে চালক রাস্তায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে আসানসোল উত্তর থানা ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে। আহত চালককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘাতক গাড়িটির কোন খোঁজ পাওয়া যায় নি এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ চক্রের হদিশ, প্রশ্ন বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
- রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
- Asansol : अब तक की सबसे बड़ी साइबर ठगी, डॉक्टर से 15.83 करोड़ रुपये की लूट
- আসানসোলে এসআইআরের বিশেষ শিবির, পরিদর্শনে ডিএম ও এসডিও, বাড়লো সাতদিনের সময়
- তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নামে দুটি sir ফর্ম, বিতর্ক

