ASANSOL

“ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে” উপলক্ষ্যে আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশের উদ্যোগে ওয়াকাথন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : আসানসোল কোলফিল্ডস ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষ্যে হলো ওয়াকাথন।রবীন্দ্র ভবন থেকে শুরু হওয়া এবং আসানসোলের পোলো গ্রাউন্ডে সমাপ্ত ওয়াকাথনে অংশ নেন জেলাশাসক এস পোননাবলাম, ডেপুটি পুলিশ কমিশনার ড: কুলদীপ এস এস, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের ডিরেক্টর টেকনিক্যাল নীলাদ্রি রায়, সিআইএসএফ কমান্ড্যান্ট তুষার শাক্রে,এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস,ইসিএলের সিভিও মুকেশ মিশ্র, এসিপি এপি অচিন্ত্য দে, ড: পার্থ প্রতিম দাস, ড: সিদ্ধার্থ ব্যানার্জি, ড: অরিজিৎ রায়, ড: লক্ষ্মী সরকার,শচীন রায়, স্বপন চৌধুরী, রাইফেল অ্যাসোসিয়েশনের ভি কে ঢাল সহ সম্মানীয় স্থানীয় চিকিৎসক সহ বিশিষ্ট ব্যক্তিরা।



পশ্চিম বর্ধমান জেলার ডিএম শ্রী এস এস পোননাবলাম আকাশে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানটিতে এনসিসি ক্যাডেট পুলিশ, লায়ন্স ক্লাবের সদস্যরা এবং হোপ ফাউন্ডেশন এবং রোটারি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেয়।
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



আসানসোল কোলফিল্ডস ডায়াবেটিসের চিকিতসক সত্র‍্যাজিত রায় জানান,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৪ নভেম্বর দিনটিকে “ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে” হিসাবে ঘোষনা করেছে।বর্তমানে ডায়াবেটিস অন্যতম ঘাতক ব্যাধি হিসাবে পরিগনিত। বহু সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত।ডায়াবেটিস প্রতিরোধে বা ডায়াবেটিস রোগে আক্রান্ত দের সুস্থ থাকলে হলে শারিরীক সক্ষমতার মধ্যে থাকতে হবে।সেক্ষেত্রে চিকিৎসকরা সকলকেই হাঁটার পরামর্শ দিচ্ছেন।তাই সচেতনতা বৃদ্ধিতে ওয়াকাথনের আয়োজন এই নির্দিষ্ট দিনে তারা গত কয়েকবছর ধরেই করে আসছেন।
পোলো গ্রাউন্ডে অনুষ্ঠান শেষে ডায়াবেটিস রোগীদের মধ্যে ৫০ টি গ্লুকোমিটারও বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *