ছট পুজো নিয়ে হিরাপুর থানার উদ্যোগে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : আসন্ন ছট পুজো শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট করতে তৎপর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। এই হিরাপুর থানার আওতায় মুলতঃ বার্ণপুরের দামোদর নদী কেন্দ্রীক হয় এই ছট পুজো। তাই স্বাভাবিক ভাবেই হিরাপুর থানার পুলিশের একটা বাড়তি দায়িত্ব থাকে। হিরাপুর থানা এলাকায় মোট ১৭ টি ছট ঘাট আছে।
এবারের ছট পুজো নিয়ে বৃহস্পতিবার রাতে হিরাপুর থানা সংলগ্ন ময়দানে পুলিশের উদ্যোগে একটি বৈঠক হয়। সেই বৈঠকে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, আসানসোল পুরনিগমের বার্ণপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, দামোদর রেল স্টেশনের ম্যানেজার, বার্ণপুর রেল পুলিশের ওসি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছট পুজোর দিনে যারা পুজো করতে ঘাটে যাবেন, তাদের যাতে কোন সমস্যা না হয়, তারজন্য প্রয়োজনীয় সব রকম বন্দোবস্তো করা হয়েছে বলে এদিনের বৈঠকে পুলিশ আধিকারিকরা জানান। পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াতে কোন অসুবিধা না হয় তারজন্য ট্রাফিক ব্যবস্থাও ঠিক রাখা হবে। প্রয়োজন মতো পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করার কথাও বৈঠকে বলা হয়েছে।
প্রসঙ্গতঃ, ইতিমধ্যেই আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দামোদর নদী ছট ঘাট পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।