বার্নপুরে নবনির্মিত রাস্তার উদ্বোধনে সাংসদ শত্রুঘ্ন সিনহা
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৯৮ নম্বর ওয়ার্ডে বার্ণপুরে নবনির্মিত রাস্তার উদ্বোধন করলেন আসানসোল লোকসভার সাংসদ বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। শুক্রবার এক অনুষ্ঠানে সাংসদ ফিতে কেটে ও ফলক উন্মোচন করে এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বার্ণপুরের ধরমপুর রেলগেট থেকে ৯৮ নং ওয়ার্ডের কায়াম নগর পর্যন্ত রাস্তাটি সাংসদ তহবিল থেকে ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।




রাস্তা উদ্বোধনের মঞ্চ থেকে জনতার উদ্দেশে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, জয়প্রকাশ নারায়ণের প্রভাবে আমি রাজনীতিতে এসেছিলাম। এটাও মনে মনে ঠিক করে ছিলাম যেযদি কখনও ক্ষমতা অর্জন করি তবে এটি কেবল মাত্র সাধারণ মানুষের পরিসেবার জন্য ব্যবহার করবো। নিজের সুবিধার জন্য নয়। আমি সর্বাত্মক চেষ্টা করে থাকি জনসাধারণের সেবা করার জন্য। সাংসদ তহবিল জনসাধারণের জন্য। তাই সবসময় চেষ্টা করি সেই তহবিল সাধারণ মানুষের সুবিধার্থে কি কাজ করা যায়।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, স্থানীয় কাউন্সিলর কাহকাশা রিয়াজ, গুরমিত সিং, শ্রাবণী বিশ্বাস ।