BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএল কর্মচারীর বাড়িতে চুরি, ছবি ধরা পড়ে সিসিটিভিতে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত জেমারীর শিরীষবেড়িয়া অঞ্চলের বাসিন্দা ইসিএলের কর্মচারী রামলাগান চৌহান নামক এক ব্যক্তির বাড়িতে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে।নগদ ৮০হাজার টাকা ও সোনার গয়না সহ মোবাইল ফোন,স্মার্ট হাতঘড়ি নিয়ে চম্পট দেয় চোর।তবে চোরের ছবি ধরা পড়ে সিসিটিভিতে।সেই ছবি দেখে পরিস্কার হয় চোর আর কেউ নয় চোর হচ্ছে সেই কূটরা।যাকে চুরির অপরাধে বহুবার ধরেছে পুলিশ।কিন্তু কিছুদিন ধরে কূটরাকে ভালো পথে আনার চেষ্টা করে ছিলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।কূটরা ফাঁড়িতে দেখা শুনার কাজ করতো।তবে হঠাৎ আরো সক্রিয় চোরের ভূমিকায় দেখা গেলো কূটরাকে।

কূটরা আসল নাম সুমন দত্ত জেমারী অঞ্চলেই তার বাড়ি।এই প্রসঙ্গে বাড়ি মালিক রামলাগান চৌহান জানান বাড়িতে ছটপূজা।তাই পূজার শেষ হওয়ার ফলে।শরীর ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পাশেই নতুন বাড়িতে ঘুমানোর জন্য গিয়েছিলাম।সকালে উঠে দেখি বাড়ির সমস্ত দরজা গুলি বন্ধ কোনো রকমে বাড়ির দরজা খুলে পুরোনো বাড়িতে গিয়ে দেখি সামনের দরজা ভাঙ্গা।বাড়ির ভিতরে সমস্ত জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।এবং আমার রাখা নগদ ৮০হাজার টাকা,বউয়ের সোনার মঙ্গল সূত্র,কানের দূল,আংটি নেই এবং মেয়ের মোবাইল ফোন, এবং একটি হাটঘড়ি।আসে পাশে যানাযানি হতেই সামনেই একটি বিস্কুট কারখানার লোকজন জানাই তাদের কারখানাতেও চুরির চেষ্টা হয়েছে।কারখানার সিসিটিভি দেখে বুঝা যায় কূটরা মানে সুমন দত্ত এই চুরি করেছে। সালানপুর থানার পুলিশ এসে দেখে যায়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply