” বাল্য বিবাহ” আটকাতে জেলাস্তরে উচ্চ পর্যায়ের বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট বয়সের আগে সরকারি নিয়ম ভেঙে বিয়ে দেওয়ার প্রবণতা আটকাতে আরো তৎপর হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বুধবার সকালে আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে ” বাল্য বিবাহ বা চাইল্ড ম্যারেজ ‘ শীর্ষক একটি জেলাস্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়।



এই বৈঠকে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শাশ্বতী চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ( ডেভেলপমেন্ট) সঞ্জয় পাল, ইউনিসেফের কনসালট্যান্ট বশিষ্ঠ দোস্তুর, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উচ্চপর্যায়ের বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল বলেন, আমরা গত এক বছরে ৫১টি শিশু বিবাহ আটকে দিয়েছি। এই বিষয়টিকে একেবারে বুথস্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষক ,কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী ,আশা কর্মী এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের কাজে লাগানোর বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সংশ্লিষ্ট বিভাগের জেলা আধিকারিকদের উপস্থিতিতে। তিনি আরো বলেন, এই নিয়ে আমরা পুরোহিতদের কাছেও আলাদা করে বার্তা পৌঁছে দেব। সেই সঙ্গে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনগুলির কাছে এই বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্য সরকার গোটা বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग
- Asansol : TMC का मिलन उत्सव, 500 साड़ी वितरण
- কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे