যাত্রা শিল্পীদের যাত্রী বোঝাই বাস জাতীয় সড়কে পড়ল দুর্ঘটনার কবলে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , রানীগঞ্জ : স্বপ্ন ভাঙা রাত্রি যাত্রা পরিবেশন হওয়া নিয়ে চিন্তায় পড়লেন শিল্পীরা। বুধবার সকালে যাত্রা শিল্পীদের যাত্রী বোঝাই বাস জাতীয় সড়কে পড়ল দুর্ঘটনার কবলে। এক মোষ কে ধাক্কা মেরে ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে একটি বুলেরো গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে পড়ে, ২৫ জন যাত্রা শিল্পীদের নিয়ে যাওয়া বাসটি। ঘটনাটি ঘটে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ার সংমগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে।




ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে রানীগঞ্জের ট্রাফিক পুলিশ ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ, আর তার সাথেই এসেছে জাতীয় সড়কের উদ্ধারকারী দল। ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি মোষ এদিন সকালে বাঁশড়া অভিভামুখ থেকে গ্লাস ফ্যাক্টরি অভিমুখে যাচ্ছিল, সেই সময়ই একটি ট্রাক প্রথমে মোষ টিকে ধাক্কা মারে, পরে তার পেছনে থাকা একটি বুলেরো গাড়ি এ বিষয়ে লক্ষ্য করে গাড়ির গতি ধীরে করলে, তার পেছনে এসেই ধাক্কা মারে মেদিনীপুরে যাত্রাপালা করে আসা কলকাতা যাত্রা দলের, শিল্পীদের নিয়ে চলা যাত্রী বোঝায় বাস। জানা গেছে এই বাসটি আজকে রাত্রেই বীরভূমের খয়রাশোলে শো করার জন্য যাচ্ছিল, আর তারই মধ্যেই হঠাৎ এই দুর্ঘটনা ঘটায়, এখন যাত্রা শিল্পীরা রাস্তার মধ্যেই আটকে পড়েছে।
আর এই ঘটনায় সামনে যাওয়া একটি বুলেরো গাড়ি, যার মধ্যে শ্যামসেলের একজন আধিকারিক যাচ্ছিলেন, তার গাড়িটিও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় এলাকার গ্যারেজ মেকানিক ও অন্য সকল সদস্যরা জানায় তারা বিষয়টি লক্ষ্য করেই পুলিশ প্রশাসনকে খবর দিলে, পুলিশ ঘটনার স্থলে এসে সকল যাত্রীদের উদ্ধার করেছে। এই ঘটনায় কোন যাত্রীর হতাহত হওয়ার খবর মেলেনি। তবে এই ঘটনা ঘটার পর থেকেই বাস চালক ঘটনা স্থল ছেড়ে চম্পট দিয়েছে। জাতীয় সড়কে পশু চলাচলের জন্য দুর্ঘটনা এই প্রথম নয় এর আগেও বেশ কয়েক দফায় এরূপভাবেই দ্রুতগতিতে যাওয়া যানবাহনের সামনে বহু গবাদি পশু এসে পড়ায় দুর্ঘটনার ঘটনা ঘটতে দেখা গেছে এবার সেরূপভাবে দুর্ঘটনা ঘটায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।