ASANSOL

মেকআপ আর্টিস্টদের এক ছাদের নিচে একত্রিত করার প্রচেষ্টা

বেঙ্গল মিরর, আসানসোল :: মেকআপ আর্টিস্ট দের এক ছাদের নিচে একত্রিত করার প্রচেষ্টা!!প্রত্যেক মেকআপ আর্টিস্ট কে কাজ করতে গিয়ে বহু অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁদের কোনো ইউনিয়ন নয়, নয় কোনো মঞ্চ ৬০জন ছোটবড়ো মেকআপ আর্টিস্ট একত্রিত হয়ে এক ছাদের তলায় আনার উদ্যোগ নেয় কৃষ্ণেন্দু লাইক। এর প্রশংসা করেন উপস্থিত মেকআপ আর্টিস্টরা!!এবং আগামী দিনে প্রত্যেক জুনিয়ার শিল্পীদের উৎসাহ প্রদান পাশে থাকার এবং সিনিয়ার মেকআপ আর্টিস্ট দের সহহোগিতা সর্বত্র ভাবে পাশে থাকার বার্তা দেন!!উপস্থিত ছিলেন শ্রাবণী, প্রীতি সহ আরো অনেকে!!

Leave a Reply