রানীগঞ্জে বাইক নিয়ে যাওয়া যুবকের বাসের ধাক্কায় মৃত্যু, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এক দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়া যুবকের বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য।বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের শিশুবাগান মোড় সংলগ্ন নার্সারি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় মহাবীর কোলিয়ারির বাসিন্দা বছর বাইশের যুবক দেবাশীষ সাউ এদিন পাঞ্জাবিমোড় অভিমুখ থেকে রানিগঞ্জ অভিমুখে দ্রুত গতিতে যাবার সময় একটি চারচাকা গাড়ির সঙ্গে প্রথমে ওভারটেক করতে গিয়ে তার ধাক্কা লাগে, পরে ওই যুবক বাইক থেকে পড়ে গেলে সে সময় রানীগঞ্জ অভিমুখে যাওয়া একটি বাসের পেছন চাকার নিচে পড়ে যায় সে, বলেই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।














এই ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ, ও ট্রাফিক পুলিশ দ্রুত পৌঁছে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। মুহূর্তে ওই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ দ্রুত পরিস্থিতি মোকাবেলা করে যান চলাচল স্বাভাবিক করে।
- Barakar Clash : दो गुटों में हिंसक झड़प, फायरिंग के आरोप
- আসানসোলে অভিনব গিনি হাউসে লাকি ড্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर


