BARABANI-SALANPUR-CHITTARANJAN

রুপনারায়নপুর ফাঁড়ির উদ্যোগ উদ্ধার হওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো

বেঙ্গল মিরর, কাজল মিত্র : গত দু মাস সময়ের মধ্যে আসানসোলের রূপনারায়নপুর, চিত্তরঞ্জন ও সালানপুর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ঝাড়খন্ড সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। রবিবার এক অনুষ্ঠানে সেইসব ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই উপলক্ষে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ” ফিরে পাওয়া” নামে একটি অনুষ্ঠান আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে হয়।

সেই অনুষ্ঠানে মোবাইল ফোনগুলি ফোনের মালিকদের হাতে তুলে দেন সালানপুর থানার আইসি অমিত হাটি ও রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইনুল হক। ফোন ফিরে পাওয়া মানুষদের মধ্যে চারজন এমন ছিলেন, যারা যেদিন কিনেছিলেন সেদিনই সন্ধ্যায় ছিনতাই হয়েছিল চিত্তরঞ্জন ও রূপনারায়নপুর এলাকা থেকে। এই ফোনগুলির ছিনতাইকারীকেও পুলিশ মোটরবাইক অস্ত্র সহ গ্রেফতার করেছে। বর্তমানে সে আসানসোল জেলে আছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *