আসানসোলে শুরু তিনদিনের ” বাংলা মোদের গর্ব “
থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ( Asansol News Today ) আসানসোলে এসবি গরাই রোডের চেলিডাঙ্গা রেললাইন ময়দানে শুক্রবার থেকে শুরু হলো তিনদিনের ” বাংলা মোদের গর্ব “। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় এর উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।
এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে তিনদিনের ” বাংলা মোদের গর্ব ” র আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। এছাড়াও ছিলেন প্রাক্তন সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল পুরনিগমের কাউন্সিলর রাজেশ তেওয়ারি সহ অন্যান্যরা।
তিনদিনের “বাংলা মোদের গর্ব ” র আকর্ষণ হিসাবে থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার পর্যন্ত চলা তিনদিনের বাংলা মোদের গর্বে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের শিল্পী ও গোষ্ঠীর পাশাপাশি কলকাতার শিল্পীরাও অংশ নেবেন।