রাজ্য স্কুল গেমস ঘিরে বিতর্ক, অভিভাবকদের ঢোকায় নিষেধাজ্ঞা, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী ৬৭ তম রাজ্য স্কুল গেমস ২০২৩। আসানসোল ইনডোর স্টেডিয়ামে হচ্ছে ক্যারাটে ।
রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে প্রায় ৭৫০ জন ক্যারাটে খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। এই খেলায় সফল হয়ে যারা স্বর্ণপদক পাবে তারা জাতীয় স্তরে খেলার স্বীকৃতি বা যোগ্যতা অর্জন করবে।
কিন্তু, শনিবার খেলা শুরু হওয়ার আগে বিতর্কে হলো। মুলতঃ খেলোয়াড়দের অভিভাবকদের স্টেডিয়ামের ভেতর ঢুকতে না দেওয়ায় এই বিতর্ক তৈরী হয়েছে।




খেলোয়ারদের অভিভাবকদের অভিযোগ, স্টেডিয়ামের ভেতরে দর্শক আসন থাকলেও তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, খেলায় অংশ নিতে যে সমস্ত খেলোয়াড় এসেছেন তাদের থাকা খাওয়ারও সুব্যবস্থাও নেই।
অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে কৌশিক সরকার বলেন, এই খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সরকারি নির্দেশ মতো অভিভাবকদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে খেলোয়ারদের সঙ্গে থাকা কোচ ও অফিসিয়ালদের ভিতরে প্রবেশ করার অনুমতি আছে।
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমস এন্ড স্পোর্টসের সহযোগীতায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল স্কুল গেমস এন্ড স্পোর্টস এই প্রতিযোগিতার আয়োজন করেছে। মুলতঃ আন্ডার ১৪, ১৭ ও ১৯ বছরের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।