আসানসোলে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের তরফে রবিবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল দক্ষিণ থানার সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে শহীদের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, আসানসোল পুরনিগমের ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।



