মাইথনে গাড়ি চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা ডিভিসির,ডিসেম্বর ও জানুয়ারিতে ভিড়ের চাপ
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যাোপাধ্যায়ঃ ডিসেম্বর ও জানুয়ারি মাস মানে ভরা শীতকাল। একবারে পিকনিকের মরশুম। আর এই সময়ে পর্যটকদের ভিড় থাকে মাইথনে। বলতে গোটা এই সময়ে প্রায় প্রতিদিনই মাইথনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আশপাশের রাজ্যের অনেক জায়গা থেকে ঘুরতে আসেন। বিশেষ করে প্রতিবছর ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি এখানে পিকনিক ও প্রকৃতির রূপ দেখতে হাজার হাজার মানুষেরা আসেন। তাই এই দুদিন মাইথন ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে। মুলতঃ ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।




কিন্তু এবার এই দুদিনের পরিবর্তে ২৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টানা কয়েকদিন বাস ও সমস্ত ধরনের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলাচল করা যাবে না বলে ঘোষণা করেছে ডিভিসি কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হবেন মাইথন থেকে আসানসোলে চলাচলকারী চারটি মিনিবাসের যাত্রীরা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এই বাসের মালিকদেরও। কারণ মাইথন পর্যন্ত বাসগুলি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে না । মাইথন থেকে যারা আসানসোলে নিয়মিত নিত্য যাত্রী হিসাবে যাতায়াত করেন তাদের দুর্ভোগ বাড়বে।
আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন ডিভিসির এই সিদ্ধান্ত বা নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে । এই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, আমাদের বক্তব্য জেলার আরটিও বা পরিবহন দপ্তরের সাথে আলোচনা না করে এই নিষেধাজ্ঞা জারি করা ঠিক হয়নি। এটা অনৈতিক সিদ্ধান্ত।
যদিও ডিভিসির পক্ষে মাইথনের জনসংযোগ আধিকারিক সঞ্জয় প্রিয়দর্শী বলেন, যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সেখানেই ডিভিসি আধিকারিকদের সঙ্গে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত দেখা গেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার পর্যন্ত বাস, গাড়ি নিয়ে ব্রিজের উপরে ব্যাপক ভিড় হয়। এতে ব্রিজ ও পর্যটকদের নিরাপত্তার প্রশ্নের মুখে দাঁড়ায়। সেই জন্যেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিজে ঢোকার অনেক আগেই দুপারেই বাস বা গাড়িগুলো কোথায় রাখা হবে তাও বৈঠকে বলা হয়েছে।
শীতে মাইথনে আসা পর্যটকদের নিরাপত্তা সবচেয়ে আগে সুনিশ্চিত করতে বুধবার একযোগে বৈঠক করেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং মাইথন জলধারের নৌকা চালকেরা। প্রচন্ড ভিড়ের কথা মাথায় রেখে ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ২৫ ডিসেম্বর , ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, ১৪ জানুয়ারি , ২১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি মাইথন ড্যামের উপরে কোনরকম গাড়ি চলাচল করতে পারবে না। গাড়ি নিয়ে যারা আসবেন তাদের জন্য মাইথন ড্যামের নিচে নার্সারি এলাকা, ছট ঘাট এলাকা ও কালিপাহাড়ির মন্দির এলাকার পার্কিং ব্যবহার করতে হবে। কোনভাবেই নৌকা ভ্রমণের সময় সেলফি তোলা যাবে না। বিকেল সাড়ে চারটে পর্যন্ত নৌকা ভ্রমণের জন্য টিকিট দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নৌকায় বসার আসনের বেশি একজন যাত্রীও না নেওয়া এবং লাইফ জ্যাকেট ছাড়া কোন যাত্রীকে নৌকায় না তোলার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে প্লাস্টিক ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার নিশ্চিত করতে ডিভিসির নিরাপত্তা রক্ষীরা দুই রাজ্যের পুলিশের সঙ্গে সব সময় সতর্ক থাকবে বলে এদিন বৈঠকে ডিভিসির তরফে উল্লেখ করে বলা হয়েছে।