আসানসোল জেলা হাসপাতালে এবার ক্রিটিকাল কেয়ার ব্লক, খরচ প্রায় ৩৩ কোটি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোল জেলা হাসপাতালের পুরনো ভবনে এই মুহুর্তে ১২ বেডের একটি সিসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিট রয়েছে। জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ২৬ বেডের আরো একটি সিসিইউ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার আসানসোল জেলা হাসপাতালে একটি ক্রিটিকাল কেয়ার ব্লকের অনুমোদন দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। জি+৪ বা পাঁচতলা হবে এই নতুন ব্লকটি। একই সঙ্গে এই নতুন বিল্ডিং প্ল্যান বা নকশার অনুমোদন মিলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। এরজন্য পিডব্লিউডি বা রাজ্য পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা শনিবার আসানসোল জেলা হাসপাতালে আসেন।
তারা পুরনো ভবনের পেছনের দিকে মন্দির সংলগ্ন এলাকা ( দক্ষিণ পূর্ব কোণ), যেখানে এই নতুন ব্লকের ভবন তৈরি হবে তা দেখে যাব বলে একান্ত সাক্ষাৎকারে জানান জেলা হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস। তিনি বলেন ইন্টিলেশান সহ মনিটরিংয়ের ব্যবস্থাও এই ব্লকে থাকবে। এখানে নানান ধরনের শ্বাসকষ্ট, কার্ডিওলজি সংক্রান্ত সমস্যা বা সিওপিডিরতে আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ মত রাখা হবে। তিনি আরো বলেন, এই নতুন ব্লকটিতে ১০০ টি শয্যা বা বেডের ব্যবস্থা থাকবে।
হাসপাতালে ডেপুটি সুপার কঙ্কন রায় বলেন, নতুন এই ব্লকের খরচ ধরা হয়েছে ৩৩ কোটি টাকা। এর কাজ আগামী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে বলে প্রাথমিকভাবেই জানানো হয়েছে। পিডব্লিউডি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন মেলায় শীঘ্রই এই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।
জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালের পুরনো ভবন ও সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন গড়ে ৮০০ মত রোগী থাকছেন। যেখানে শয্যা বা বেডের সংখ্যা ৭৫০ র মতো।